সমপ্রেম !! সে তো খোলা আকাশ, নিষিদ্ধ কোনওদিন ছিল কি?
Love has no gender - compassion has no religion - character has no race আপাতদৃষ্টিতে মনে হতেই পারে সমাজমান্য যে কোনও নিয়ম প্রজন্মভর বয়ে নিয়েই যেতে হবে।সেই সংস্কারেই সুপ্রিম আইনে ছাড়পত্র মিলে যাওয়া সমকামকে আমরা কি ছেড়ে কথা বলছি ? হয়ত না। মন-মানসিকতায় অপার্থিব রামধনু রং লাগছে কই ! ভুলেই যাচ্ছি সমকাম আসলে সমপ্রেমও বটে। কাম- যৌনতার টক –স্বাদ নিচ্ছি, প্রেমের মিষ্টত্বটুকু বিস্মৃত হচ্ছে ! সাফোঁকে মনে পড়ে ? গ্রীসের ‘লেসবস’ দ্বীপের সেই নারী, যিনি চেয়েছিলেন পৃথিবী হবে কেবল ঈভের। ঈভেরাই একলা খাবে জ্ঞান বৃক্ষের নিষিদ্ধ আপেল। নারীতে নারীতেই গড়ে উঠবে প্রেমের ভুবন। অনেকেই মনে করেন এই ‘লেসবস’ থেকেই লেসবি এসেছে। আসলেই, সমকামের ঊর্ধ্বে আছে সমপ্রেম। যীশুর ‘লাস্ট সাপার ’ । ১৩ জন শিষ্য নিয়ে তিনি বসেছেন শেষ ভোজে- শিষ্যা নেই তো একজনও ! মুখে তাঁর মানবপ্রেমের বা ণী । এই মানবপ্রেম নারীর সঙ্গে নারীর, পুরুষের সঙ্গে পুরুষেরও বটে।অবিবাহিত যীশু যে প্রেমের বা ণী ছড়িয়েছেন বিশ্বজুড়ে তা ‘ সমপ্রেম’।এই প্রেম যৌন খিদের নয়। স্রেফ ভালোবাসার। মানুষ